তারকাদের ছাড়াই উড়ছে পিএসজি
লিওনেল মেসি, সার্জিও রামোস বা নেইমার—কেউই এখনও নতুন মৌসুমে মাঠে নামেননি। তবুও থেমে নেই পিএসজির জয়রথ। ফ্রেঞ্চ লিগে এবারের মৌসুমে দুর্দান্তভাবে শুরু করেছে প্যারিসের ক্লাবটি। তারকারদের ছাড়াই একের পর এক জয় নিয়ে ছুটছে মাওরিসিও পচেত্তিনোর দল। গতকাল শুক্রবার ব্রেস্তেকে এক হালি গোল দিয়ে জিতেছে পিএসজি।
লিগ ওয়ানের ম্যাচে গতকাল রাতে ব্রেস্তেকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। দলের পক্ষে একটি করে গোল করেছেন কিলিয়ান এমব্বাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া, আন্দের এররেরা ও ইদ্রিসা গেয়ি। ব্রেস্তের হয়ে দুটি গোল করেন ফাঁঙ্ক উনুবা ও স্টিভ মুনিয়ে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। ম্যাচের ৭৫ ভাগ সময় বল দখলে রেখে ২৩ মিনিটেই এগিয়ে যায় । অবশ্য তাতে ভাগ্যও ছিল। এমবাপ্পের বাড়ানো ক্রস স্বাগতিকদের এক জনের মাথায় লাগলে ডি বক্সের বাইরে পেয়ে যান এররেরা। সুযোগ হাতছাড়া করেননি তিনি। বুলেট গতির ভলিতে বল জালে পাঠান তিনি।
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। চলতি আসরে তিন ম্যাচে এটি ফরাসি তারকার দ্বিতীয় গোল। ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান কমায় ব্রেস্তে। তাতে বিরতির আগে ম্যাচে ২-১ ব্যবধান আসে।
কিন্তু, তাতে খুব একটা লাভ হয়নি ব্রেস্তের। বিরতির পর আরও দুটি গোল করে ঠিকই জয় উদ্ধার করে পিএসজি। দ্বিতীয়ার্ধে আচমকা দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান গেয়ি। মাঝে ৮৫ মিনিটে আরেকটি গোল করে খেলা জমিয়ে তোলে ব্রেস্তে। পাল্টা আক্রমণে শেষ দিকে ডি মারিয়া জালের দেখা পেলে ভেস্তে যায় ব্রেস্তের আশা। ৪-২ গোলের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি।