তিউনিসিয়াকে বিপদে ফেলে অস্ট্রেলিয়ার স্বস্তি
টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। সেই কাঙ্ক্ষিত জয়টাই পাওয়া গেল তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলে। তবে ডেনমার্কের বিপক্ষে ড্র করা তিউনিসিয়ার বিপদ বেড়ে গেল আজকের হারে। টেবিলের তলানিতে চলে গেল তাঁরা। আর প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা অস্ট্রেলিয়ার ফিরে এলো স্বস্তি।
আজ শনিবার বিকেল ৪টায় আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ‘ডি’ গ্রুপের অস্ট্রেলিয়া-তিউনিসিয়া। শুরু থেকেই প্রায় অপ্রতিরোধ্য রক্ষণ গড়ে তুলেছিল অস্ট্রেলিয়া। এরপরে চালিয়েছে শাণিত আক্রমণ। সেই আক্রমণের সফলতা এসেছে ম্যাচের ২২ মিনিটে।
মধ্যমাঠ থেকে বল পেয়ে অস্ট্রেলিয়ার ক্রেগ গুডউইন সরাসরি গোলে শট করেন। তিউনিসিয়ার রক্ষণভাগে বাধা পেয়ে লক্ষ্য থেকে বল কিছুটা সরে যায়। এই সুযোগে বলে আলতো করে মাথার ছোঁয়া দেন মিচেল ডিউক। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল খুঁজে নেয় জালের ঠিকানা। এগিয়ে যায় অস্ট্রেলিয়া ১-০ গোলে। শেষ পর্যন্ত এই গোলেই জয় পায় সকারুজের দল।
সমতায় ফিরতে ৪০ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল তিউনিসিয়ার মিডফিল্ডার মোহাম্মদ ড্রেগার। নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন প্রহরী কায়ে রোলস। না হলে ১-১ গোলে সমতায় ফিরতে পারত তিউনিসিয়া।
৪৭ মিনিটেও গোলের সুযোগ মিস করে তিউনিসিয়া। গোলের সুযোগ এসেছিল ৫২ মিনিট, ৬৫ মিনিটসহ বেশ কয়েকবার। কিন্তু অভেদ্য অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ভেদ করতে পারেননি তিউনিসিয়ানরা। প্রতিবার হয় রক্ষণ, না হয় গোলকিপারের কাছে পরাস্ত হয়েছে তাঁরা।
এদিকে ৫৫ মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ মিস করেছে অস্ট্রেলিয়া। তবে, স্কোরে আর কোনো পরিবর্তন আসেনি। পুরো ম্যাচের ৫৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল তিউনিসিয়া এবং অস্ট্রেলিয়া রেখেছিল ৪২ শতাংশ।