তিন স্পিনার ও দুই পেসার নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে মুমিনুল হকের দল। সাগরিকায় অনেকটা স্পিন-নির্ভর উইকেটের আশায় স্পিনেই বেশি জোর দিয়েছে বাংলাদেশ। একাদশে সাকিব আল হাসানসহ আছেন তিন স্পিনার। আর, পেস বিভাগে আছেন দুজন।
করোনা থেকে সেরে উঠে একাদশে আছেন সাকিব আল হাসান। সিরিজের আগে চোটে ছিটকে যাওয়া মেহেদী হাসান মিরাজের বদলে দলে ঢুকেছিলেন নাঈম হাসান। তিনিও পেয়ে গেলেন সুযোগ। সাকিব-নাঈমের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
পেস বিভাগে চোট সমস্যা কাটিয়ে একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ বিভাগে তাঁর সঙ্গী আরেক পেসার খালেদ আহমেদ। সুযোগ পাননি ইবাদত হোসেন।
অপর দিকে, দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কাও। তবে, সবশেষ সিরিজে দলে আট পরিবর্তন এনে মাঠে নেমেছে তারা। মোট সাত ব্যাটার ও দুজন করে বোলার নিয়ে লড়াইয়ে নেমেছে দিমুথ করুণারত্নের দল।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, লাসিথ এম্বুলদেনিয়া।