দলের জন্য শুভকামনা জানিয়ে গেলেন সাকিব
পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান—এই খবর সবার জানা। তৃতীয় সন্তান আসার অপেক্ষায় থাকা সাকিব গতকাল রোববার মধ্যরাতে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশ ছেড়েছেন। ঢাকা ছাড়ার আগে সতীর্থদের জন্য শুভকামনা জানিয়ে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
গতকাল দিবাগত রাত ৩টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন সাকিব। সঙ্গে ছিলেন তাঁর মা শিরিন আক্তার। যাওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘অবশ্যই (নিউজিল্যান্ড সফর) মিস করব। খেলতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’
এদিকে গতরাত ধরেই গুঞ্জন উঠেছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের থাকা নিয়ে। এক বছরের নিষেধাজ্ঞার কারণে এমনিতেই সাকিব চুক্তির বাইরে ছিলেন। এবার যখন ফেরার কথা চুক্তিতে তখন টেস্টের প্রতি তাঁর অনিহার কারণে তাঁর সঙ্গে লাল বলের চুক্তি নিয়ে ভাবছে বিসিবি। এই বিষয় নিয়ে বোর্ডের কর্তাদের মধ্যে আজ সোমবার বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষেই হয়তো আসতে পারে বড় সিদ্ধান্ত।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। আইপিএলে ডাক পাওয়ায় দেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও খেলবেন না তিনি। কিউই সফরের পর লঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে টেস্টে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে দেশ সেরা ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, গত বৃহস্পতিবার আইপিএলের নিলাম থেকে তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইতে আইপিএলের নিলামে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশি তারকার জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব তাঁকে দলে পাওয়ার আগ্রহ দেখায়। একপর্যায়ে জমে ওঠে লড়াই। তাই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিন কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা।