দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় সাকিব-মুশফিকদের কোচ
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান অনেক শক্ত হলেও দুর্দান্ত একটি ম্যাচ দেখার অপেক্ষায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানদের দ্বিতীয় ম্যাচ।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা। ব্যাট-বলে দুই বিভাগেই আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। সেই উড়তে থাকা আফগাদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ।
মূল লড়াই শুরুর আগে সাকিব-মুশফিকদের কোচ সিডন্স বিশ্বাস করেন যে, আজ রাতে দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার সিডন্স এক ভিডিও বার্তায় বলেন, 'প্রথম ম্যাচের আর কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আফগানিস্তানের বিপক্ষে খেলা। আমাদের স্ট্রেন্থ ভালো আছে। ভালো মতো প্রস্তুতিও হয়েছে। দলের অবস্থা ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই জানা যাবে। আমরা মাঠে নামবো, আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে পরিসংখ্যান আর বর্তমান পারফর্ম কথা বলছে আফগানদের পক্ষে। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান। তাদের পাঁচ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে। সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে তারা। এসব পরিসংখ্যান বদলে বাংলাদেশ জয়ের হাসি হাসে কি না এখন সেটাই দেখার অপেক্ষা।