দেশসেরা ক্রীড়াবিদ হওয়া আমার সেরা অর্জন : সাকিব
বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তারই স্বীকৃতি মিলেছে এবার। হয়েছেন দেশসেরা ক্রীড়াবিদ। পিছনে ফেলেছেন কাজী সালাউদ্দিনকে। এ দিকে দেশসেরা ক্রীড়াবিদ হওয়াটা নিজের সেরা অর্জন বলে উল্লেখ করেছেন সাকিব।
গতকাল শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বাধীনতা-উত্তর সেরা ১০ ক্রীড়াবিদের তালিকা ঘোষণা করা হয়। সেখানে প্রথম স্থান অর্জন করেন সাকিব। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল বসুন্ধরা গ্রুপ।
দেশসেরা হয়ে সাকিব বলেন, ‘আমার জন্য এটি অনেক গর্বের বিষয়। ব্যক্তিগতভাবে আমার সেরা অর্জন। আমি আগেও বলেছি, এখানে যে ১০ জন আছেন, সবাই তাদের জায়গায় সেরা। সবাই যার যার খেলায় অবদান রেখেছেন। একজন তো সেরা হিসেবে নির্বাচিত করতে হতো। সেটা শেষ পর্যন্ত আমি হয়েছি।’
সবাইকে ধন্যবাদ দিয়ে সাকিব বলেন, ‘যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে যতদিন খেলায় থাকব, এই পুরস্কারের প্রতিদান দিতে পারব।’
সাকিব আরও বলেন, ‘আমাদের সবারই দায়িত্ব আছে, যার যার জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। যেহেতু আমরা খেলার মানুষ, আমরা খেলার মাধ্যমে এগিয়ে নিতে পারি। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সাকিব বলেন, ‘অবশ্যই আমাকে আরও বেশি দায়িত্বশীল করবে। অনুপ্রাণিত করবে। এমন বিষয় যে কাউকেই অনেক বেশি অনুপ্রাণিত করে। সেক্ষেত্রে এমন একটা পুরস্কার আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক ও দায়িত্বের। আমি চেষ্টা করব সামনেও ভালো করে যাওয়ার।’
এ দিন সদ্য প্রয়াত ফুটবলের রাজা পেলের প্রতি সম্মান জানাতে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এরপর ১০ জন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিককে দেওয়া হয় সম্মাননা। মনোনীত ১০ ক্রীড়াবিদ ও ১০ ক্রীড়া সাংবাদিককে স্মারক ছাড়াও দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার।
স্বাধীন ও স্বতন্ত্র বিচারক প্যানেল চুলচেরা বাছাই বিশ্লেষণ প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন বাংলাদেশের সেরা ১০ ক্রীড়াবিদ। তারা হলেন—ক্রিকেটার সাকিব আল হাসান (প্রথম), ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন (দ্বিতীয়), দাবাড়ু নিয়াজ মোর্শেদ (তৃতীয়), মোনেম মুন্না (চতুর্থ), বক্সার মোশাররফ হোসেন (পঞ্চম), ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (ষষ্ঠ), শ্যুটার আসিফ হোসেন খান (সপ্তম), স্প্রিন্টার শাহ আলম (অস্টম), সাঁতারু মোশাররফ হোসেন খান (নবম) এবং গলফার সিদ্দিকুর রহমান (দশম)।