ধনী ক্লাবের তালিকায় শীর্ষে বার্সেলোনা
এর আগে পাঁচবার তালিকায় শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। এবার তাদের টপকে গেছে বার্সেলোনা। ফোর্বস ম্যাগাজিনের খবরে জানা গেছে, এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব বার্সেলোনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্বস সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে ধনী ২০ ক্লাবের তালিকা। যাতে বার্সেলোনা প্রথমবার শীর্ষে জায়গা দখল করেছে।
ফোবর্সের হিসেবে, বার্সার বর্তমান বাজারমূল্য ৪.৭৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৪০ হাজার ৩৬১ কোটি টাকারও বেশি। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের বাজারমূল্য ৪.৭৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার ২৭৭ কোটি টাকারও বেশি।
এর পরেই রয়েছে জার্মান লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাদের বাজারমূল্য ৪২১ কোটি ডলার। সেরা দশের বাকি সাতটির ছয়টিই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব।
ম্যানচেস্টার ইউনাইটেড (৪২০ কোটি ডলার) চতুর্থ স্থানে, লিভারপুল (৪১০ কোটি ডলার) পঞ্চম স্থানে, ম্যানচেস্টার সিটি (৪০০ কোটি ডলার) ষষ্ঠ স্থানে, চেলসি (৩২০ কোটি ডলার) সপ্তম ও আর্সেনাল (২৮০ কোটি ডলার) অষ্টম স্থানে রয়েছে। ফরাসি লিগের দল পিএসজি (২৫০ কোটি ডলার) নবম স্থান রয়েছে। দশে আছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার (২৩০ কোটি ডলার)।
গত দুই বছরের তুলনায় বিশ্বের শীর্ষ ২০টি ক্লাবের মূল্য ৩০ শতাংশ বেড়ে ২.২৮ বিলিয়ন ডলার হয়েছে। অথচ গত বছর এর পরিমাণ ২০১৭-১৮ মৌসুমের থেকে ৯.৬ শতাংশ কমে ৪৪১ মিলিয়ন ডলারে নেমে গিয়েছিল।
ফোর্বস ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক মাইক ওজানিয়ান লিখেছেন, ‘আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে ওঠার চেষ্টা করছে ক্লাবগুলো। ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো এখনো সীমিত সংখ্যক দর্শক বা একেবারেই দর্শকশূন্য মাঠে ম্যাচগুলো আয়োজন করছে। তারপরও গত বছর ম্যাচের দিন যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছিল, এবার তার থেকে ক্লাবগুলো বেরিয়ে এসেছে।