ধোনির যে টোটকাতে রিঙ্কুর বাজিমাত
চলমান আইপিলে নতুনদের মধ্যে আলোচনায় আসা নামটি হলো রিঙ্কু সিং। এক ম্যাচেই ৫ ছক্কা হাঁকিয়ে রীতিমতো নায়ক বনে গেছেন তিনি। তাঁর ওই ইনিংস নিয়ে আলোচনা যেন থামছেই না। নিজের সেই ঐতিহাসিক ইনিংস নিয়ে আরেকবার কথা বললেন রিঙ্কু। তখন ঘুরে ফিরে আসল সর্বকালের সেরা ফিনিশার হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনির নাম।
লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের কাছে মহেন্দ্র সিং ধোনি সবসময় আদর্শ। যাদের ওপর ম্যাচ ফিনিশের দায়িত্ব থাকে, তাঁরা সবার আগে ধোনিকে দেখে শেখার চেষ্টা করেন। রিঙ্কুকেও তাই সেটাই জিজ্ঞাস করা হয়। কিন্তু রিঙ্কু জানালেন, তার আদর্শ ধোনি নন তবে ধোনির টোটকাও কাজে লাগিয়েছেন তিনি।
আজ বৃস্পতিবার(১১ মে) ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে সাংবাদিক সম্মেলনে আসেন রিঙ্কু সিং। তখন ধোনির প্রসঙ্গ আসলে রিঙ্কু বলেন, ‘আমরা সবাই জানি মাহি(ধোনি) ভাই বিশ্বের সেরা ফিনিশার। তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে, ম্যাচ ফিনিশ করার ক্ষেত্রে আমি আর কী করতে পারি। জবাবে মাহি ভাই বলে, যা করার বলকে করতে দাও। তুমি দাঁড়িয়ে থাকো। বেশি ভেবো না। বোলার যেমন বল করবে, সেই মতো শট নেবে।’
ধোনির কাছে টিপস নিলেও ক্রিকেটে সুরেশ রায়নাকে আদর্শ মানেন রিঙ্কু। সে ব্যাপারে বলেছেন, ‘এই বিষয়ে আমি কাউকে অনুসরণ করার চেষ্টা করি না। শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমি যে জায়গায় ব্যাট করি, ছয়-সাত নম্বরে নেমে আমার কাজটাই হয় ম্যাচ ফিনিশ করা। তবে এমনিতে আমি সুরেশ রায়না ভাইকে অনুসরণ করি। উনি আমার আদর্শ।’