নতুন চমক নিয়ে আসছেন সাকিব
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান এখন ভারতে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা। এই বিষয়টিকে ছাপিয়ে হঠাৎ একটি আলোচনা সাকিবকে নিয়ে, নতুন একটি চমক নিয়ে আসছেন নাকি তিনি।
গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে রঙিন চশমা পরা একটি ছবি শেয়ার করেছেন সাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন একটা গল্প শুনবেন? কীসের গল্প গেজ করতে পারলে এই রঙিন চশমা আপনার! হ্যাশট্যাগে দিয়েছেন #রঙিনদুনিয়া।
সাকিবের নতুন চমক জানতে হয়তো আরও অপেক্ষা করতে হবে। তবে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও অনেক করণেই। সম্প্রতি বিসিবি কর্মকর্তাদের বিপক্ষে কথা বলেছেন তিনি।
এদিকে গতকাল শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন সাকিব।
কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে ফের দলে নেয় কলকাতা।
এদিকে, সাকিবের আইপিএল খেলা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে কিছু অস্থিরতা তৈরি হয়। কারণ, একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে আইপিএল বেছে নিয়েছেন সাকিব। তাঁর পেছনেও অবশ্য কারণ আছে। মূলত ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখেই আইপিএল বেছে নিয়েছেন সাকিব। যেহেতু ভারতের মাটিতেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএলের চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না।