নাঈমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা নির্বাচকদের
ধারাবাহিক ব্যর্থতা ও মন্থর ব্যাটিংয়ে দল থেকেই বাদ পড়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। সেই নাঈমকে নিয়েই এখন অন্য ভাবনা নির্বাচকদের। এশিয়া কাপের মঞ্চে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে নাঈমকেই খেলোনোর ভাবনা বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের।
এশিয়া কাপে অংশ নিতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে থাকা দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘(এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাঈমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ্যই নাঈম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।’
এ ব্যাপারে অবশ্য নাঈমকে শর্ত দিয়েছে বাংলাদেশ। নাঈমকে খেলতে হলে অবশ্য আগের মন্থর না খেলে বরং মারমুখে হয়েই খেলতে হবে। নির্বাচক বললেন, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ্যই সে সেভাবে খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।’
আজ শনিবার থেকে আগামী ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত চলবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী বাছাইপর্ব পেরোনো হংকং।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।