নান্দনিক ব্যাটিংয়ে প্রশংসায় ভাসছেন লিটন
হ্যাগলি ওভালের সবুজ উইকেটে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। স্রোতের বিপরীতে ছিলেন কেবল লিটন দাস। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে উইকেটে থিতু হয়ে ছিলেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ম্যাচটিতে বাংলাদেশ হারলেও দারুণ ব্যাটিংয়ে প্রশংসায় ভাসছেন লিটন।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি লিটনকে প্রশংসায় ভাসালেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টুইটারে লিটনের ইনিংসটিকে অসাধারণ ইনিংস হিসেবে উল্লেখ করেছেন হার্শা ভোগলে।
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থায় ফলোঅনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নেমেও ১০৫ রানে যখন তিন উইকেট পড়ে যায় তখন উইকেটে আসেন লিটন দাস।
রানের চাপ ও উইকেট হারানোর ধাক্কা সামলে চমৎকার ইনিংস উপহার দেন লিটন। যতক্ষণ উইকেটে ছিলেন খেলেছেন দারুণ সব শট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তাঁর শৈল্পিক ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন হ্যাগলি ওভালের কমেন্ট্রি রুম।
দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেছেন সেঞ্চুরিয়ান লিটন দাস। ১৮৯ মিনিট ব্যাট করে ১১৪ বল মোকাবিলা করেছেন তিনি। মেরেছেন ১২টি বাউন্ডারি ও একটি ছক্কা। অবশ্য টেস্ট ক্রিকেটে সময়টাও দুর্দান্ত কাটছে লিটনের। সবশেষ ১৬ ইনিংসে খেলেছেন নয়টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস, এর দুটি সেঞ্চুরি।