নিউজিল্যান্ডই চাপে থাকবে, বললেন বাংলাদেশ কোচ
নিউজিল্যান্ডে প্রথম টেস্টে অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। এটি শুধু জয় নয়, যেন স্বপ্নপূরণ। আগামীকাল রোববার দ্বিতীয় টেস্টে লড়াইয়ে নামছে দুই দল। এই ম্যাচে নিউজিল্যান্ডই চাপে থাকবে বলে মনে করেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ড বেশ ভালো দল, প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারে হতাশ তারা। তাই দ্বিতীয় ম্যাচে একটু নার্ভাস থাকবে তারা। তারা চাইবে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে। তবে নিজেদের মাঠে তারা একটু চাপে থাকবে।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পাবে। এটা আমাদের সুবিধা এনে দেবে। আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করে কিছু উইকেট নিতে পারলে আশা করি, তাদের ঘায়েল করতে পারব।’
প্রথম ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৪০ রানের ছোট লক্ষ্য সহজেই স্পর্শ করে মুমিনুলরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ৪৫৮ রান গড়ে টাইগাররা। তাই প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয় মুমিনুলের দল।
দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং তোপে ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তাই ছোট লক্ষ্য পায় বাংলাদেশ।
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে এই প্রথম জয় পায় বাংলাদেশ।