নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমস্থানে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের দারুণ জয় ঘরে তুলেছে বাংলাদেশ। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে মুমিনুল হকে দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৩ টেস্টে ১ জয়, ২ হারে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। জয়ে শতাংশের হিসাবে ৩৩.৩৩। বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত।
তালিকায় বাংলাদেশের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্টের হিসেবে সবার ওপরে অস্ট্রেলিয়া।
আসরে ৩ ম্যাচ খেলে ১ ড্র ও ২ হারে মাত্র ৪ পয়েন্ট নিউজিল্যান্ডের। তারা আছে সপ্তমস্থানে।
একনজরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল
দেশ |
শতকরা জয় % |
পয়েন্ট |
জয় |
হার |
ড্র |
সিরিজ |
পেনাল্টি |
অস্ট্রেলিয়া |
১০০ |
৩৬ |
৩ |
০ |
০ |
১* |
০ |
শ্রীলঙ্কা |
১০০ |
২৪ |
২ |
০ |
০ |
১ |
০ |
পাকিস্তান |
৭৫ |
৩৬ |
৩ |
১ |
০ |
২ |
০ |
ভারত |
৬৩.০৯ |
৫৩ |
৪ |
১ |
২ |
৩* |
৩ |
বাংলাদেশ |
৩৩.৩৩ |
১২ |
১ |
৩ |
০ |
২* |
০ |
ওয়েস্ট ইন্ডিজ |
২৫ |
১২ |
১ |
৩ |
০ |
২ |
০ |
নিউজিল্যান্ড |
১১.১১ |
১২ |
০ |
২ |
১ |
২* |
০ |
ইংল্যান্ড |
৭.১২ |
৬ |
১ |
৫ |
১ |
২* |
১০ |
দক্ষিণ আফ্রিকা |
০ |
০ |
০ |
১ |
০ |
১* |
০ |