নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রতি তামিম ইকবালের কৃতজ্ঞতা
নিউজিল্যান্ডে ২০১৯ সালে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে ভূমিকা পালন করেছেন, এর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
২০১৯ সালে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। তখন বাংলাদেশ দল নিউজল্যান্ড সফরে ছিল। সেই ঘটনার পর এই প্রথম নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে তামিম ইকবালও সেই সময় নিউজিল্যান্ড সফরে ছিলেন।
হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ভূমিকার কথা স্মরণ করে আজ বুধবার এক সংবাদ সম্মলেন তামিম বলেন, ‘আমাদের সবার জন্য এটি একটি কঠিন সময় ছিল, বিশেষ করে যে পরিবারগুলো তাদের স্বজনদের হারিয়েছে। আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। এটি খুব ভালো সময় ছিল না, তবে আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এটি খুবই সুন্দর একটি দেশ। আমি এখনে চার-পাঁচবার এসেছি। প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করা উচিত, সেই কঠিন সময়ে তিনি যেভাবে ভূমিকা রেখেছেন, তার প্রশংসা বাংলাদেশিরা করেছে। তিনি দুর্দান্ত কাজ করেছিলেন। যদি তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়, আমি ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানাব।’
বাংলাদেশ কুইন্সটাউনে অনুশীলনের সময় আগামী ১৬ মার্চ নিজেদের ম্যাচ খেলবে। সেখানে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি দলের সঙ্গে যোগ দেবেন। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছে, এর মধ্যে সাতদিন ছিল রুম আইসোলেশন।
দেশে করোনার ভ্যাকসিন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তামিম ইকবাল। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়।