নিউজিল্যান্ডে অনুশীলনের অপেক্ষায় বাংলাদেশ
করোনার প্রভাবে এখনো অনুশীলনে যাওয়ার অনুমতি পাননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শুরুতে অনুমতি দিলেও ফের তা প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ রোববার তৃতীয় দফায় বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে। এই টেস্টের ফল নেগেটিভ আসলেই অনুশীলন করার অনুমতি পাবেন মুশফিক-মুমিনুলরা।
নিউজিল্যান্ডে পা রেখে এখনো কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। মাঝে একবার অনুশীলন করার অনুমতি মিললেও দলের একজন করোনায় আক্রান্ত হলে পরিস্থিতি বদলে যায়। মূলত যে ফ্লাইটে করে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছায় সেই ফ্লাইটের একজন যাত্রীর শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপর করোনায় আক্রান্ত হন বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তাই বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের মেয়াদও বাড়ায় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ তৃতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়ে এক ভিডিও বার্তায় পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে এখন। আজ শেষ কোভিড পরীক্ষা করা হয়েছে। এর ফল নেগেটিভ এলে আগামী মাঙ্গলবার থেকে আমরা অনুশীলন করতে পারব। এটা নিয়ে সবার মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছে। সবাই দোয়া করবেন যাতে ফল নেগেটিভ আসে।'
এই মুহূর্তে দিনে দুবার একে অপরের সঙ্গে দেখা করতে পারেন ক্রিকেটাররা। তবে সেটা নির্দিষ্ট দুরুত্ব মেনে। বাকিটা সময় কাটে রুমবন্দি অবস্থায়। এবারের পরীক্ষায় নেগেটিভ আসলেই কোয়ারেন্টিন থেকে মুক্তি মিলবে ক্রিকেটারদের।
তরুণ এই পেসার আরও বলেন, ‘আমরা সবাই ভালো আছি। ইয়েলো ব্যান্ড পরিয়ে আমাদের দুটো গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই দুটো সময় করে নিচে সবাই দেখা করি, সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। মাঠে গিয়ে ভালো কিছু করার প্রত্যাশা করছি। ভালো করে দেখাব ইনশাল্লাহ এবার।'
সূচি অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।