নিউজিল্যান্ডে অনুশীলন করতে পারছেন না মুশফিকরা
করোনার প্রভাবে অনুশীলনে যাওয়ার অনুমতি পাননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। শুরুতে অনুমতি দিলেও ফের তা প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল খবরটি জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় নাফিস জানিয়েছেন, দুদিনের জন্য তাঁদের অনুশীলন স্থগিত রাখার কথা বলা হয়েছে।
নাফিস ইকবাল বলেন, ‘সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ মন্তব্য এসেছে। অনিবার্য কারণে এ সিদ্ধান্ত এসেছে। আমরা তিনটি কোভিড পরীক্ষা করিয়েছি, আমাদের আরও একটি পরীক্ষা বাকি রয়ে গেছে। যেটায় নেগেটিভ হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম। আগে থেকেই নিউজিল্যান্ডে নিয়ম ছিল ১৪ দিনের কোয়ারেন্টিন। সফরের কিছু দিন আগে সমঝোতার মাধ্যমে এটা সাত দিন করা হয়। এর সঙ্গে ছিল (হোটেলে) তিন দিন (কোয়ারেন্টিন)। মূলত এটা ১০ দিনের সব সময়ই ছিল। প্রথম সাত দিন ছিল এমআইকিউতে, বাকি তিন দিন হোটেলে। হোটেলে থাকার তিন দিনে অনুশীলন করা যাবে। তবে, হোটেলে ফিরে গিয়ে আইসোলেশনেই থাকতে হবে।
‘এখন হয়ত একটাই পরিবর্তন আসবে; এমআইকিউর অধীনেই আমাদের ১০ দিন থাকতে হতে পারে। আর, কাল যে অনুশীলনের অনুমতি পেয়েছিলাম, অনিবার্য কারণবশত সেটা সরকারের পক্ষ থেকেই নিষেধ করা হয়েছে’, যোগ করেন নাফিস ইকবাল।
বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আশার ব্যাপার হলো, বাকিরা সবাই করোনা নেগেটিভ আছেন।
স্পিন কোচের খবর দিয়ে নাফিস বললেন, ‘হেরাথ ভালো আছেন। দিন দিন তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর সঙ্গে দলের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা করছি, শিগগির তাঁকে আমাদের সঙ্গে পাব।’
২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।