নিউজিল্যান্ড দলে তিন পরিবর্তন, অপরিবর্তিত বাংলাদেশ
বাংলাদেশ সফরে বাজে সময় পার করছে নিউজিল্যান্ড। দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি অতিথিরা। প্রথম জয়ের খোঁজে আজ রোববার বাংলাদেশের মুখোমুখি হয়েছে কিউইরা। ম্যাচটির একাদশে তিন পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে নিউজিল্যান্ডের। তাই সিরিজে টিকে থাকতে হলে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার ম্যাচেটিতে তাই তিন পরিবর্তন এনেছে সফরকারীরা। করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন ফিন অ্যালেন। এ ছাড়া এক ম্যাচ পর ফিরছেন জ্যাকব ডাফি। সিরিজে প্রথমবার খেলছেন স্কট কুগেলাইন।
একাদশ থেকে বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স। আগের দুই ম্যাচে খেলেছেন ব্রেসওয়েল। দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন বেনেট। ওই ম্যাচে অভিষেক হয়েছিল আরেক পেসার বেন সিয়ার্সের।
প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। উইনিং কম্বিনেশন নিয়েই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জয়ের অভিযানে প্রথম দুই ধাপ ভালোভাবেই পার করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের দল। আজ জিতলেই কিউইদের বিপক্ষেও প্রথমবার সিরিজ জয়ের কীর্তি গড়বে মাহমুদউল্লাহরা।
ম্যাচটি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর ১০০তম টি-টোয়েন্টি। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়েছেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন।