নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। চলমান সিরিজ শেষেই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য আজ শনিবার সন্ধ্যায় ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর দিনই নিউজিল্যান্ডে যাবেন মুশফিক-মুমিনুলরা। এই সফরের দলেও নেই তামিম ইকবাল। জ্বরের কারণে ছিটকে যাওয়া সাইফ হাসানকেও রাখা হয়নি। ওপেনিংয়ে সাদমানের সঙ্গে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈমকে।
নিউজিল্যান্ড সিরিজে শঙ্কা ছিল সাকিব আল হাসানকে নিয়েও। কারণ কিউইদের বিপক্ষে এই সিরিজেও মৌখিকভাবে ছুটি চেয়েছিলেন সাকিব। তবে অফিশিয়ালভাবে জানাননি কিছু। তাই সাকিবকে রাখা হয়েছে এই দলে।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শীথিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগের সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ দল : মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম।