নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শনিবার সন্ধ্যায়। বিসিবির দেওয়া ১৮ জনের দলে রাখা হয় সাকিব আল হাসানকে। কিন্তু দল ঘোষণার কিছুক্ষণ পরই জানা যায়, এই সফরে থাকছেন না সাকিব। অফিশিয়ালভাবে এই সফর থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
খবরটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মুঠোফোনে তিনি বলেন, ‘আগে মৌখিকভাবে জানিয়েছিলেন। আজ অফিশিয়ালভাবে এই সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব। নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যাচ্ছে না তিনি।’
সাকিবকে নিয়ে ধোঁয়াশা ছিল আগে থেকেই। মৌখিকভাবে আগেই বিসিবিকে নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারটি জানিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু অফিশিয়ালভাবে আবেদন না করায় সাকিবকে রেখে দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।
আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিপ্রধানের কথায়, ‘অফিসিয়ালি সে কিছু বলে নাই। আন-অফিশিয়ালি খবর দিয়েছে। আমি বলেছি যে, না, ওকে অফিসিয়ালি জানাতে হবে। অফিশিয়ালি জানাক, তারপর দেখা যাবে। কারণ তো একটা দেবে। কারণ দিতে হবে।’
অবশেষে সত্যিই অফিশিয়ালি চিঠি দিয়ে এই সফর থেকে সরে দাঁড়ালেন সাকিব।
আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরপরই নিউজিল্যান্ডে যাবেন মুশফিক-মুমিনুলরা।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শিথিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগের সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এবার থাকবে সাত দিন।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।