নেইমারের জন্য অধীর অপেক্ষায় পেলে
ধীরে ধীরে ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ড ছোঁয়ার পথে হাঁটছেন এই সময়ের তারকা নেইমার। আর শুক্রবার পেরুর বিপক্ষে গোল করে আরেকধাপ এগিয়ে গেলেন তিনি। আর মাত্র ৯টি গোল হলেই ইতিহাসে পা রাখবেন নেইমার। স্পর্শ করবেন পেলের করা দেশের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড। সাবেক কিংবদিন্ত নিজেও নেইমারের এই রেকর্ড ছোঁয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন।
কোপা আমেরিকায় রিও ডি জেনিরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছিল দলটি। দুই ম্যাচেই গোল করেছেন নেইমার।
আজ পেরুর বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ৬৮তম গোল করেছেন নেইমার। আর মাত্র ৯টি গোল করলেই দেশের হয়ে সর্বাদিক গোল করা পেলেকে স্পর্শ করবেন তিনি। দেশের হয়ে পেলে করেছেন ৭৭টি গোল। নিজের রেকর্ড ভাঙছে বলে মন খারাপই হওয়ার কথা পেলের। কিন্তু সেটা নয়, বরং ব্রাজিল কিংবদন্তি নেইমারের রেকর্ডের অপেক্ষায় আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই জানিয়েছেন পেলে। নেইমারের সঙ্গে একটি ছবি পোস্ট করে পেলে লিখেছেন, ‘এই ছেলেকে (নেইমার) আমি যতবার দেখেছি, হাসিমুখে ছিল। হাসি ছাড়া সে তাকে দেখা অসম্ভব। তাকে যখনই ফুটবল খেলতে দেখি ভালো লাগে। আজ সে আমার জাতীয় দলের হয়ে গড়া গোলের রেকর্ডের পথে আরেকধাপ এগোল। যখন তাকে প্রথম খেলতে দেখেছিলাম, সেই দেখার একই আনন্দ নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নেইমার রেকর্ডে পৌঁছাবে।’
এর আগে রেকর্ড গড়ার হাতছানি নিয়ে নেইমার বলেন, ‘ব্রাজিল দলের ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই আমার জন্য দারুণ সম্মানের। পুরোপুরি সত্যি বলতে, আমার স্বপ্ন ছিল কেবল ব্রাজিলের হয়ে খেলা, এই জার্সি গায়ে চাপানো। কখনও কল্পনাও করতে পারিনি এতটা দূর পৌঁছতে পারব। আমার জন্য এটি খুবই আবেগময়। গত দুই বছরে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে। অনেক কঠিন ও জটিল সব বিষয়। কিন্তু আমার দেশ ও পরিবারের প্রতিনিধিত্ব করে যে খুশি আমি পাই, সেসবের তুলনায় এসব পরিসংখ্যান কিছুই নয়।’