নেইমারের ব্যক্তিগত বিমান জরুরি অবতরণ!
বার্বাডোজ থেকে ব্রাজিলে যাওয়ার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয় পিএসজি ফরোয়ার্ড নেইমারের প্রাইভেট জেট। নেইমার এই সময় বিমানে ছিলেন কি না তা এখনও নিশ্চিত নয়।
ডেইলি সানের খবরে জানা গেছে, বিমানটি ব্রাজিলের উত্তর-পূর্বে নিরাপদে অবতরণ করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড এবং তাঁর বোন রানওয়ে থেকে ছবি শেয়ার করেছেন, যা থেকে বোঝা যায় তাঁরা হয়তো বিমানে ছিলেন।
নেইমারের এমব্রেয়ার লিগ্যাসি ৪৫০ মডেলের বিমানটির দাম ১০.৮ মিলিয়ন পাউন্ডের মতো। বাংলাদেশি টাকায় তা ১২৩ কোটি টাকার বেশি। এই ঘটনার সাথে কেউ জড়িত ছিল কি না তা এখনও স্পষ্ট নয়।
নেইমার এখন ছুটিতে আছেন। এর পরই তিনি আন্তর্জাতিক ফুটবল খেলতে নামবেন। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে। তার আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ফ্রান্সে রাজধানীতে ফিরে যাবেন।
নেইমার সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের হয়ে ভালো সময় পার করছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৫-১ জয়ের ম্যাচ দুই গোল করেছেন। পরে জাপানের বিরুদ্ধে ১-০ গোল জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন তিনি।
ব্রাজিলের হয়ে ৭৪ গোল করেছেন নেইমার। দেশটির শীর্ষ গোলদাতা কিংবদন্তি পেলের থেকে মাত্র তিন গোলে পিছিয়ে আছেন তিনি।