নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইম দেখে সময় কাটছে তামিমের
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত বুধবার পা রাখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে প্রথম সাতদিন ঘরবন্দি থাকতে হচ্ছে ক্রিকেটারদের। রুমের মধ্যেই ব্যায়ামসহ নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইম দেখে সময় কাটছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
নিউজিল্যান্ডে প্রথম দুদিন একেবারেই রুমে ছিলেন তামিমরা। ৪৮ ঘণ্টা পর ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেওয়া হয় ক্রিকেটারদের। অর্থাৎ দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৩ ঘণ্টাই থাকছে হচ্ছে ঘরবন্দি। এই সময়টা চ্যালেঞ্জিং হলেও নিজেদের মতো করে পার করছেন ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডে গিয়ে নিজের কোয়ারেন্টিন অভিজ্ঞতা শেয়ার করলেন তামিম। জানালেন কোয়ারেন্টিনে তাঁর সঙ্গী বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘এটা তো (কোয়ারেন্টিন নিয়ম) এখন আসলে মেনে নিতে হবে। যেখানেই যাব সেখানেই এই নিয়ম-কানুন থাকবে। সেটি মেনে নিতেই হবে। ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২৩ ঘণ্টাই রুমে থাকতে হয়। সৌভাগ্যবশত রুমের মধ্যে সাইকেল দিয়েছে। আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, সাইক্লিং এখানে আমরা করতে পারি। তাছাড়া আমার সময় কাটছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখেই। এ ছাড়া ঘুম কিংবা খাওয়া-দাওয়া ছাড়া অন্য কিছু করার নেই।’
প্রথম দুদিন পর সতীর্থদের সঙ্গে মুক্তবাতাসে বের হওয়ার অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক বলেন, ‘প্রথমবারের মতো যখন ফ্রেশ এয়ারে গিয়েছিলাম একটু আজবই লাগছিল। কারণ, দুই-তিন দিন আমরা রুমের মধ্যে ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের অনুমতি দেওয়া হলো। তখন সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। মনে হলো, অনেক বছর পর একেকজনকে দেখছি। যেহেতু নিচে ফ্রেশ এয়ারের জন্য একটা গ্রুপ সেট করা থাকে, পাঁচ-সাত জনের গ্রুপে আমরা যাই। তো এখনও অনেকে আছে যাদের সঙ্গে আমাদের দেখা হয়নি। তো যেটা বললাম, এটা ডিফারেন্ট, চ্যালেঞ্জিং, তবে সময় কেটে যাচ্ছে।’
‘সেলফ আইসোলেশন কঠিন। তবে সত্যি কথা, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি মনে করেছিলাম আরও কঠিন হবে। কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। চার-পাঁচ দিন হয়ে গেল। আর বেশি দিন নেই। আশা করি, বাকি সময়গুলো দ্রুত কেটে যাবে’, যোগ করেন ওয়ানডে অধিনায়ক।