পছন্দের একাদশ সাজালেন সাকিব
বাংলাদেশের ক্রিকেটের সেরা একাদশ বেছে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনলাইন মার্কেট দারাজের ফেসবুক লাইভে গিয়ে নিজের পছন্দের একাদশ বাছাই করেন তিনি।
সাকিবের পছন্দের একাদশে অধিনায়ক থাকছেন হাবিবুল বাশার। ওপেনার হিসেবে তামিম ইকবালের সঙ্গে সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমকে রেখেছেন তিনি। তিন নম্বরে আছেন মোহাম্মদ আশরাফুল। এরপর আছেন সাকিব হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো তারকারা।
তবে সাকিবের বাছাই করা এই একাদশে নেই তিন কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খানের মতো তারকারা। তবে এটা কোন ফরম্যাটের দল বাছাই করেছেন সেটা বলেননি সাকিব।
সাকিবের পছন্দের সেরা একাদশ : হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।