পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রাখতে চেয়েছেন ইবাদত
তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে একে একে ৩৩টি ম্যাচ খেলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু একটিতেও মেলেনি জয়ের দেখা। অবশেষে টেস্ট ক্রিকেটে এলো সেই স্মরণীয় জয়।
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের আজ বুধবার আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ম্যাচে বল হাতে চমক দেখিয়েছেন ইবাদত হোসেন। বল হাতে একাই নিয়েছেন ছয় উইকেট।
ঐতিহাসিক জয়ের পর জানালেন, এই জয়টা মূলত পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ তৈরির জন্য খুব চেয়েছিলেন ইবাদত।
ম্যাচ শেষে ইবাদত বলেন, 'প্রথমে ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে। দ্বিতীয়ত নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনো ম্যাচ জেতেনি। এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।'
নিজেদের উন্নতির গল্পও শোনালেন ইবাদত, 'গত দুই বছরে ওটিস গিবসনের সঙ্গে আমি কাজ করেছি। ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্ল্যাট থাকে। আমরা এখনো বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয় সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।'
উইকেট নেওয়ার পর সবসময় স্যালুট জানিয়ে উদযাপন করেন ইবাদত। তাঁর রহস্য অনেকেরই অজানা। সেটাও আজ জানালেন ইবাদত, 'আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি। এটা বাংলাদেশ ও বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করাও।'
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে খুব বাজে সময় কেটেছে বাংলাদেশের। গত চক্রে নিজেদের ৭ ম্যাচের ৬টিতেই হেরেছিল বাংলাদেশ, একটিতে করেছিল ড্র। কিন্তু এবারের চক্র শুরু হলো দুর্দান্তভাবে। তাও আবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে। টেস্ট চ্যাম্পিয়শিপে বড় জয় দিয়ে নতুন বছর শুরু করল মুমিনুল হকের দল।