পরের দুই ম্যাচে জিততে চায় বাংলাদেশ
বোলাররা নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করেছেন। মাত্র ১২৮ রানে আটকে রেখেছেন নিউজিল্যান্ডকে। কিন্তু ব্যাটসম্যানরা হয়েছেন ব্যর্থ। আসা-যাওয়ার মিছিলে ছিলেন তারা। ব্যাটিং বিপর্যয়ে তাই বেশিদূর যেতে পারল না বাংলাদেশ। হেরেছে ৫২ রানে।
অবশ্য আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেতো বাংলাদেশের। কিন্তু কিউইদের জয়ে অপেক্ষা বাড়ল স্বাগতিকদের। অবশ্য এই ম্যাচে হারলেও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। পরের ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চান বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলাররা তাদের কাজ ভালোভাবে করেছেন। ১৩০ (১২৮)-এর মধ্যে আটকে রেখেছে প্রতিপক্ষকে। ব্যাটিংয়ে আমরাও শুরুটা ভালো করেছিলাম, কিন্তু দ্রুত কয়েক উইকেট হারিয়ে ফেলায় পরে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। আশা করি ভালোভাবে ফিরতে পারব। গত ম্যাচে টপ অর্ডাররা ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে আর ঘাটতি নিয়ে কাজ করতে হবে। এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’
আজ রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭৬ রানে থেমে যায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বনিন্ম স্কোর।
এই জয়ের সুবাদে সিরিজে টিকে থাকল নিউজিল্যান্ড। অবশ্য সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পরের ম্যাচ আগামী বুধবার।