পর্তুগাল-দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে ১-১ সমতায়
টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত হয়েছে আগেই। এবার 'এইচ' গ্রুপের সেরা হওয়ার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। এবারের লড়াইটা নিজেদের ছাড়িয়ে যাওয়ার। তাইতো মাঠে নেমেই আগ্রাসী পর্তুগাল। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।
ম্যাচটিতে মাঠে নেমেই একটি রেকর্ড করেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ও ইউরোতে ২০ এর অধিক ম্যাচে মাঠে নামার রেকর্ড নিজের করে নেন তিনি। অধিনায়কের এমন অর্জনে বোধহয় প্রেরণা পায় গোটা দল।
ম্যাচের চতুর্থ মিনিটে গোল পায় পর্তুগাল। ড্যালোটের অ্যাসিস্টে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড রিকার্ডো হোরতা। এগিয়ে গিয়ে থেমে থাকেনি পর্তুগিজরা। একাধিক আক্রমণ শানালেও আর গোল পায়নি তারা। বলা ভালো পেতে দেননি
দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম। কোরিয়ার গোলমুখে পর্তুগাল শট নেয় ৯টি, যার ৬টি অন টার্গেট।
দক্ষিণ কোরিয়ার বিদায় নিশ্চিত হলেও দলটি লড়াই করে সমানতালে। ফলশ্রুতিতে ২৭ মিনিটে গোল করে সমতা ফেরান কিম উন। গোটা প্রথমার্ধে পর্তুগিজদের গোলমুখে ৫টি শট নেয় কোরিয়ানরা। ৪৪ শতাংশ বল পজিশনে রেখে ভালোই জবাব দেয় এশিয়ান দলটি।