পাঁচ দিন খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারবে বাংলাদেশ
আগামী রোববার মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাফল্যে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাঁচ দিন ভালো খেলতে পারলে সিরিজে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমি বিশ্বাস করি পুরো পাঁচ দিন ভালো খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারব আমরা। যখন আমাদের খারাপ সেশন আসে, তখন সেটি খুব খারাপ ভাবেই আসে। আমরা হয়তো এক বা দুটি উইকেট হারাতে পারি। পাঁচ উইকেট নয়। এই বিষয়টি আমি বার বার বলে আসছি। ড্রেসিং রুমে আমাদের শান্ত থাকার চেষ্টা করতে হবে। এতে উইকেট পতন রোধ করে।’
বাংলাদেশ কোচ উদহারণ টেনে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা ২০০ রানে এগিয়ে ছিলাম। এরপর আমরা উইকেট হারাতে শুরু করি। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের জয় পাওয়া উচিৎ ছিল। নিউজিল্যান্ডে আমরা প্রথম টেস্টে জিতেছি। ডারবান টেস্টে প্রথম চারদিন আমরা সত্যিই খুব ভালো খেলেছি। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্বিতীয় ইনিংসে টিকে থাকা।’
প্রথম টেস্টে সাকিবের খেলা প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘পুরো ফিট নয় এমন একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট হওয়া জরুরি। যে কারো জন্যই হুট করে এসেই খেলা কঠিন। আর করোনা থেকে উঠেই পুরোপুরি শক্তি পাওয়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। সাকিবকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।’
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে বলন, ‘আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছি। তাই আমি মনে করি না অনুশীলন ম্যাচটি খুব বেশি পার্থক্য গড়ে দেবে। আমরা এখানেও যথেষ্ট অনুশীলন করেছি। সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত আছি।’
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।