পাকিস্তানকে পেছনে ফেলার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে
আগামীকাল বুধবার চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।
আইসিসি ডটকমের খবরে জানা গেছে, বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২।
আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তান সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা।
আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র্যাঙ্কিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে ৩ রেটিং পয়েন্ট হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।
সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ৮৮ রেটিং নিয়ে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ।
আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে, ৬ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। ৮৫ রেটিং নিয়ে সপ্তম স্থানেই থাকবে তারা। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে দশম স্থানেই থাকতে হবে তাদের।