পাকিস্তানকে হারানো সম্ভব : শ্রীরাম
অ্যাডিলেড ওভালে ভারতের কাছে জিততে জিততে হেরে যাওয়ার দুঃখ তাড়া করছে বাংলাদেশ। ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালের পথ প্রশস্ত হতো এক ধাপ। একেবারে শেষ হয়নি সম্ভাবনা। যদি-কিন্তুতে এখনো ঝুলে আছে, সেসবের কানাগলি পেরিয়ে হলেও হতে পারে সেমির স্বপ্নপূরণ।
বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম আপাতত ভাবছেন শেষ ম্যাচ নিয়ে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে শেষ হবে টাইগারদের সুপার টুয়েলভ পর্ব। পাকিস্তানের এই দল সম্পর্কে সম্যক ধারণা আছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে তাদের সঙ্গে দুটো ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে দেবে।
এই বিষয়ে শ্রীরাম বলেন, ‘পাকিস্তানকে হারানো সম্ভব। ত্রিদেশীয় সিরিজে ওদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা হয়েছে। আশা করি সুপার টুয়েলভের শেষ ম্যাচে আমাদের দল ভালো খেলবে। সেমিফাইনালে খেলা না খেলা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে জয়ের।’
ভারতের বিপক্ষে এত কাছে গিয়েও শূন্য হাতে ফেরার হতাশা থেকে বের হয়ে সেই শিক্ষা কাজে লাগানোর কথা বললেন শ্রীরাম, ‘ভারতের কাছে এমন ক্লোজ হার দলের জন্য বড় শিক্ষা। আশা করি ভুল শুধরে পাকিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম করবে দল। দলের কম্বিনেশন নিয়ে এখনই কিছু বলতে চাই না। ম্যাচের আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশাবাদী।’
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ রোমাঞ্চের পসরা সাজিয়ে বসে আছে। বাংলাদেশ যেন রোমাঞ্চের আগুনে ঘি ঢালছে প্রতি ম্যাচে। কাল শেষ বেলায় কী অপেক্ষা করছে, জয় আসবে কি না অজানা থাকলেও শ্রীরামের কথায় ইতিবাচকতার ইঙ্গিত।