পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ নিয়োগ নিয়ে যা বললেন শোয়েব আখতার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার রামিজ রাজা। দায়িত্ব নিয়েই চমক দেখান তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান ম্যাথু হেডেন ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভার্নন ফিল্যান্ডারকে কোচ হিসেবে নিয়োগ দেন।
হেডেনের নিয়োগ নিয়ে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার পিটিভি স্পোর্টস শোতে বলেন, ‘হেডেন কখনো আমার খ্যাতি সহ্য করেননি, আমিও কখনো ওঁর ব্যক্তিত্ব পছন্দ করিনি। আমি হেডেনকে সবসময় বলেছি, আমাকে ওঁর চেয়ে ভালো দেখতে (হাসতে হাসতে)।’
অবশ্য হেডেনের নিয়োগে খুশি রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ‘হেডেনের মাইন্ডসেট দুর্দান্ত। সে যে যুগে খেলেছে, সেই সময় আমরা মাইন্ডসেট নিয়ে বলতাম। রামিজ ভাই তাঁর ভাবনার যদি ৩০-৪০ শতাংশ কাজে লাগাতে পারেন, তাহলে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে।’
তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে পাকিস্তানে। মিসবাহ উল হক ও ওয়াকার ইউনুসের জায়গায় ঘরের মাঠে এই গুরুত্বপূর্ণ সিরিজে পাকিস্তান দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক স্পিনার সাকলাইন মুস্তাক ও অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
২০০০ সালে শোয়েব ও হেডেন দুজনেই ছিলেন ক্যারিয়ারের শীর্ষে। দুজনের মধ্য দারুণ লড়াই ছিল। ২০০৪-২০০৫ সালে পাকিস্তান অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেবার এই দুই ক্রিকেটার কয়েকবার বিবাদে জড়িয়ে ছিলেন।