পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই নতুন কীর্তি গড়বেন কোহলি
সময়টা ভালো যাচ্ছে না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। এর মধ্যেই তাঁর সামনে এশিয়া কাপের বড় চ্যালেঞ্জ। এশীয় শ্রেষ্ঠাত্বের আসরে তাঁর চ্যালেঞ্জটা শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। মজার ব্যাপার হলো, খারাপ সময়েও এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন বিরাট কোহলি।
আগামী রোববার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারতীয় দল। সেদিনই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচটি খেলতে নামবেন কোহলি।
বিশ্ব ক্রিকেটের ১৪তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন ৩৩বছর বয়সী কোহলি। এখন পর্যন্ত ৯৯টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৫০.১২গড়ে ৩৩০৮ রান করেছেন তিনি। এতে তাঁর নামে রয়েছে ৩০টি হাফ সেঞ্চুরি।
এই ফরম্যাটে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার পরে,পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এখন পর্যন্ত ১২৪টি এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।