পাকিস্তানের ১০ উইকেট নিতে চায় বাংলাদেশ
ঢাকা টেস্টের শুরুটা ভালো করলেও প্রথম দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ। দুই উইকেট হারালেও শক্ত জুটি গড়তে পেরেছে পাকিস্তান। আগামীকাল রোববার দ্বিতীয় দিন যতদ্রুত সম্ভব এই জুটি ভাঙতে হবে বাংলাদেশকে। অন্তত শেষ ম্যাচটি জিততে হলে দুই বিভাগেই জ্বলে উঠতে হবে স্বাগতিকদের। তবে প্রথম ইনিংসে বোলিং পাওয়ায় আপাতত এই বিভাগেই ফোকাস রাখছে মুমিনুল হকের দল।
আজ দ্বিতীয় সেশনে বাবর আজম ও আজহার আলী মিলে ৯১ রানের জুটি গড়েন। এই জুটিতে ১৬১ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। দিন শেষে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই বাংলাদেশের। তাই বোলিংয়ে ভালো কিছু করাই প্রথম লক্ষ্য বাংলাদেশের।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘টেস্ট ম্যাচ খেলতে হলে দুই বিভাগেই ভালো করতে হবে। ২০ উইকেট নিতে হবে, আবার দিন শেষে রানও করতে হবে। দুটিই খুব গুরুত্বপূর্ণ। দুই বিভাগ ভালো করলে আমাদের ম্যাচটা জেতা সম্ভব।’
এরপর নিজেদের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘বোলাররা যেভাবে তাদের দায়িত্ব পালন করছে, ব্যাটাররা যদি সেভাবে রান করতে পারে, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। তবে এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি সেটা হলো, আমরা যেহেতু বোলিং করছি, তাই আমাদের বোলিংয়ের দিকেই ফোকাস করা উচিত। আর আমরা সেটাই করছি। আমাদের এখন ১০ উইকেট নিতে হবে। এর পর ব্যাটাররা পরিকল্পনা করবেন কী করতে হবে।’
মিরাজ আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে দ্রুত উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দিন শেষে যদি উইকেট নাও পড়ে, রান নিয়ন্ত্রণ করাটাও গুরুত্বপূর্ণ। আমি মনে করি, দিন শেষে আমরা মোটামুটি একটা অবস্থানে রয়েছি। কারণ আমরা প্রতিপক্ষের দুই উইকেট ফেলেছি। দ্বিতীয় সেশনে যদি আমরা ওদের আরও কয়েকটা উইকেট ফেলতে পারতাম তাহলে আরও ভালো হত।’