পাকিস্তান সিরিজ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যর্থতার পর আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় লড়াইয়ে নামবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোটর্স।
করোনার পর এই প্রথম মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। মাঠে ঢোকার সময় টিকার সার্টিফিকেট দেখাতে হবে। মাঠের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকেট ছাড়া হচ্ছে এবার।
এদিকে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে চার জন নতুনসহ ছয় জনকে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের সুপার টুয়েলভে কোনো জয় পায়নি বাংলাদেশ। বাছাই পর্বে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরেছিল। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে নিয়ে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।
দলের সেরা তিন খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ছাড়া খেলতে নামবে এই সিরিজ। ইনজুরির কারণে দলের বাইরে সাকিব ও তামিম। আর বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। দলে একমাত্র সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ। বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের পরও অধিনায়কত্ব ধরে রেখেছেন মাহমুদউল্লাহ।
দল থেকে বাদ পড়েন লিটন দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন। পিঠের ইনজুরির কারণে সিরিজটি মিস করছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। নতুন হিসেবে এই ফরম্যাটে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী। সাইফ হাসান, ইয়াসির আলী ও পেসার শহিদুল ইসলাম নতুন করে দলে ডাক পেয়েছেন।
বর্তমানে দারুণ ফর্মে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতে জিতলেও, নকআউট পর্বে ভালো করতে পারেনি। সুপার টুয়েলভে ভারতের বিপক্ষেও দারুণ জয় পায় পাকিস্তান। যা বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে প্রথম জয়।
সর্বশেষ দুবার ঘরের মাঠে এই ফরম্যাটে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, দুবারই জিতেছিল বাংলাদেশ। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে এবং ২০১৬ সালে এশিয়া কাপে জিতেছিল টাইগাররা।
ঘরের মাঠে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজেও জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করে তারা।
অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে পাকিস্তান।
আর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ১৪৩ ম্যাচের মধ্যে মাত্র ৪৩টিতে জিতেছে টাইগাররা। ৭৫টি ম্যাচ হারের পাশাপাশি দুটি পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহিদুল ইসলাম ও আকবর আলী।