পাঞ্জাবের রান পাহাড় টপকে মুম্বাইয়ের দাপুটে জয়
একটা সময় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স সময়ের সাথে ঘুরে দাঁড়িয়েছে। ধারাবাহিকভাবেই পাচ্ছে জয়ের দেখা। এবার পাঞ্জাব কিংসের রান পাহাড় টপকে ছয় উইকেটে দাপুটে জয় তুলে নিল রোহিত শর্মার দল।
গতকাল বুধবার (৩ এপ্রিল) মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই। চলতি আসলে এটি মুম্বাইয়ের পঞ্চম জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি পাঞ্জাবের ওপেনাররা। দলীয় ১৩ রানে প্রভসিমরানের উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর শিখর ধাওয়ানকে নিয়ে শুরুর চাপ সামাল দেন ম্যাথিউ শর্ট। দলীয় ৬২ রানে বিদায় নেন ধাওয়ান। ২০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
ধাওয়ানের বিদায়ের পর লিভিংস্টোনকে নিয়ে ফের বড় জুটি গড়ার চেষ্টা করেন শর্ট। যদিও তার সেই আশা পুরোপুরি পূরণ হয়নি। দলীয় ৯৬ রানে বিদায় নেন এই ব্যাটার। আউট হওয়ার আগে করেন ২৬ বলে ২৭ রান।
শর্ট এর বিদায়ের পর আরও আক্রমাত্মক হয়ে ওঠে পাঞ্জাবের দুই ব্যাটার লিভিংস্টোন-জিতেশ শর্মা। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে আর কোন উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ২১৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। মুম্বাইয়ের হয়ে পিয়ুশ চাওলা সর্বোচ্চ ২টি উইকেট নেন।
২১৫ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় মুম্বাই। রানের খাতা না খুলেই প্রথম ওভারে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে শুরুর চাপ বেশ ভালোভাবে সামাল দেন বাঁহাতি ব্যাটার ঈশান কিশান। গড়েন ৫৪ রানের সময়োপযোগী জুটি। এরপর দলীয় ৫৪ রানে বিদায় নেন গ্রিন। ১৮ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
গ্রিনের বিদায় যেন তাঁতিয়ে দেয় দুই ব্যাটার সূর্যকুমার যাদব ও ঈশান কিশানকে। দ্রুত রান তোলায় মেতে ওঠেন এই দুই ক্রিকেটার। ঈশান-যাদবের ব্যাটিং নৈপুণ্য ১৫ ওভারে স্কোরবোর্ডে দলীয় ১৭০ রান তুলে জয়ের ভিত গড়ে মুম্বাই।
তবে দলীয় ১৭০ ও ১৭৮ রানে শুরুতে ইশান ও পরে যাদব বিদায় নিলেও, তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি মুম্বাইকে।
বাকি ব্যাটারদের দৃঢ়তায় ৬ উইকেটে হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।