পিএসজির মাঠে সংবর্ধনা দেওয়া হবে না মেসিকে
বিশ্বকাপের লম্বা ছুটি শেষে পিএসজিতে ফিরে সংবর্ধনা পেয়েছিলেন লিওনেল মেসি। অনুশীলনে তাকে গার্ড অব অনার দেন ক্লাব সতীর্থরা। পিএসজির পক্ষ থেকে দেওয়া হয় সম্মাননা স্মারক। মেসি ভক্তরা আশায় ছিলেন, মাঠে নামলে আরেক দফা সংবর্ধনা পাবেন তাদের প্রিয় তারকা। বিশ্বকাপ শেষে প্রথমবার ক্লাবের হয়ে মেসি মাঠে নামবেন আজ।
বিশ্ব আসর শেষে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছে পিএসজি। মেসির খেলা হয়নি। লিগ ওয়ানে আজ অ্যাঞ্জার্সের বিপক্ষে নামবেন তিনি। তবে, তাকে কোনো সংবর্ধনা দেওয়া হবে না মাঠে। যা দেওয়ার অনুশীলনেই দেওয়া হয়েছে। এমনটিই দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।
এতে অবশ্য অবাক হয়েছেন পিএসজি কোচ ত্রিস্তফ গালতিয়ার। মেসিকে মাঠে সংবর্ধনা না জানানোর উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। এই প্রসঙ্গে গালতিয়ার বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম লিগ ম্যাচে মাঠে নামলে তাকে সংবর্ধনা দেওয়া হবে। না দেওয়ার কোনো কারণ দেখছি না।’
এর পেছনে অবশ্য আছে সঙ্গত কারণ। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে মেসিরা। আর মেসি খেলেন পিএসজিতে, যারা ফরাসি ফুটবলের প্রতিচ্ছবি। তাই ফরাসি ফুটবল প্রেমীদের অনুভূতির কথা মাথায় রেখে মেসিকে মাঠে সংবর্ধনা দেওয়ার বিষয় থেকে সরে এসেছে ক্লাব কর্তৃপক্ষ। কারণ এটি আঘাত করতে পারে ভক্তদের মনে।