প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত চলবে বাংলাদেশ গেমস
আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারি প্রজ্ঞাপন জানি না হওয়া পর্যন্ত চলবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)।
আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউন দেওয়ার খবর জানান। এরপরই বাংলাদেশ গেমসের খবর জানিয়েছেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিওএর সহ-সভাপতি বশির আহমেদ মামুন।
এক বিবৃতিতে বশির আহমেদ বলেন, ‘প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’
গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল পর্যন্ত দেশের আট বিভাগে ৩১টি ডিসিপ্লিনে পাঁচ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এই মেগা ইভেন্টে।