প্রথমার্ধেই বাংলাদেশের চার গোল
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথমার্ধে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের এই লড়াইয়ে প্রথম ৪৫ মিনিটে চার গোল আদায় করে নেয় লাল-সবুজের দলের মেয়েরা।
প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমার পাসে কোনাকুনি শটে গোল করেন সিরাজ জাহান স্বপ্না।
১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। মারিয়া মান্দার বড়ানো বল ধরে গোলটি করেন তিনি।
৩০ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন কৃষ্ণা। তাঁর হেড এক ড্রপে জালে জড়ায় বল। পাঁচ মিনিট পর ঋতুপর্ণা করেন চতুর্থ গোল।