প্রথমার্ধে কানাডার বিপক্ষে এগিয়ে মরক্কো
জয় ছাড়া মরক্কোর সামনে আর কোনো পথ খোলা নেই। দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য জয়ের বিকল্পহীন ম্যাচের প্রথমার্ধ ভালোই কেটেছে তাঁদের। বিরতিতে যাওয়ার আগে কানাডার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে রয়েছে মরক্কো।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে মাঠে নেমেছে মরক্কো-কানাডা। প্রথম দুই ম্যাচে হেরে কানাডার বিদায় নিশ্চিত হয়েছে আরও আগেই। আর মরক্কো মুখিয়ে রয়েছে আজকের ম্যাচে জয় তুলে দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে। ভাগ্যের দুয়ার খুলেছে মরক্কোর। প্রথমার্ধে দুটি গোল পেয়ে এগিয়ে রয়েছে হাকিম জিয়াস-ইউসেফ আন-নেসিরির দল।
তবে প্রথামার্ধের শেষদিকে এসে নিজেদের জালে নিজেরা বল ঢুকিয়ে বিপদে পড়েছে মরক্কো। ম্যাচ শুরুর চার মিনিটেই গোল করেন হাকিম জিয়াস। মরক্কোকে ১-০ গোলের লিড দেন তিনি। এরপরে কয়েকবার উভয় দল আক্রমণ চালিয়েছে। ২৩ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইউসেফ আন-নেসিরি। গোলটিতে সহায়তা করেছেন আশরাফ হাকিমি।
২-০ গোলে পিছিয়ে থেকে কানাডা কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে ৪০ মিনিটে গোল পায় কানাডা। গোলটি কানাডার কোনো খেলোয়াড় করেনি। মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ নিজেদের গোলেই বল ঢুকিয়েছেন। তাতে ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
এদিন মরক্কো আরও একটি গোল পেতে পারত প্রথমার্ধের শেষ মুহূর্তে। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে রেফারি।