প্রথমার্ধে গোলশূন্য সেনেগাল-নেদারল্যান্ডস
দিনের প্রথম ম্যাচে গোল উৎসব দেখেছে ফুটবল ভক্তরা। দ্বিতীয় ম্যাচে দেখা গেল তাঁর উল্টো চিত্র। সেনেগাল বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের প্রথমার্ধে জালের দেখা পায়নি কেউই। গোল শূন্য থেকে বিরতিতে গেছে দুদল।
আজ সোমবার বিশ্বকাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সেনেগাল ও নেদারল্যান্ডস। এই গ্রুপের প্রথম ম্যাচে গতকাল লড়াই করেছিল কাতার ও ইকুয়েডর।
আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটির প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল ডাচরা। ম্যাচের ৫৪ ভাগ সময় নিজেদের পায়ে রাখেন ডাচ ফুটবলাররা। দখলে এগিয়ে থাকলেও আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে-সমান। বিরতির আগ পর্যন্ত সেনেগাল শিবিরে ৫বার আক্রমণ করে নেদারল্যান্ডস। বিপরীতে ৬ বার আক্রমণে যায় সেনেগাল। কিন্তু দুদলই লক্ষ্যে রাখতে পারেনি একটি শটও। ফলে প্রথমার্ধে মেলেনি গোলের দেখা।
সেনেগালের বিপক্ষে ম্যাচটিতে নেদারল্যান্ডসই পরিষ্কারভাবে ফেভারিট। পরিসংখ্যান-পারফর্ম অন্তত সেটাই বলে। তবে সেনেগালও যে ছাড় দেওয়ার মতো নয়, সেটা বিরতির আগ পর্যন্ত দেখিয়েছে তারা। অক্ষত রেখেছে জাল। ফলে লায়ন্স অব তেরাঙ্গা খ্যাত সেনেগালের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
বিশ্বকাপে কখনো শিরোপার দেখা পায়নি নেদারল্যান্ডস। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নেদারল্যান্ডসেই একমাত্র দল যারা তিন-তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে সেনেগাল ফাইনালেও কখনো উঠতে পারেনি। নক আউট পর্বে খেলতে পেরেছিল কেবল একবার।