প্রথমার্ধে ঘানার বিপক্ষে এগিয়ে উরুগুয়ে
উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ কি খালি হাতে কাতার থেকে ফিরবেন? প্রথমার্ধে ঘানার বিপক্ষে দুই গোল করে সে প্রশ্নের উত্তর দিয়ে রাখল উরুগুয়ে। চোখেমুখে স্বপ্ন নিয়ে কাতার এসেছিল তাঁরা। তবে এখন পর্যন্ত জয় না পাওয়ায় কাতার বিশ্বকাপে টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রথমার্ধের বিরতির আগে ঘানার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে সংশয়কে উড়িয়ে দেওয়ার বার্তা দিল উরুগুয়ে শিবির।
আজ শুক্রবার রাত ৯টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে উরুগুয়ে-ঘানা। ঘানার সামনে সহজ সুযোগ। আজকে জয় পেলেই চলে যাবে দ্বিতীয় পর্বে। তবে উরুগুয়ে রয়েছে ভীষণ বিপদে। আজকের জয়ের পাশাপাশি পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচে পর্তুগালের জয় কামনা করতে হবে। তবেই মিলবে পরের রাউন্ডের টিকেট।
প্রথমার্ধে সেই কাজটাকেই সহজ করর রাখল উরুগুয়ে। তবে দিনটি হতে পারত ঘানার। ১৬ মিনিটের সময়ে পেনাল্টি থেকে গোল আদায়ের সহজ সুযোগ নষ্ট করেছে দলটির স্ট্রাইকার আন্দ্রে আয়ু। ঘানার স্ট্রাইকার মোহাম্মদ কুদুস উরুগুয়ের ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন। পরে ভিডিও সহকারী রেফোরি (ভিএআর) দেখে দেওয়া হয় পেনাল্টি। সেই সুযোগটিই মিস করেন আন্দ্রে। গোল থেকে বঞ্চিত হয় ঘানা। এ যাত্রায় নায়ক বনে যান উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেট।
ঘুরে দাঁড়িয়ে আক্রমণ শুরু করে লুইস সুয়ারেজের দল। ২৬ মিনিটেই আসে সফলতা। উরুগুয়ের স্ট্রাইকার জর্জিয়ান ডি আরেসকেটা দুর্দান্ত হেড করে ঘানার জালে বল ঢুকান। গোলটি আসতে পারত সুয়ারেজের পা থেকে। তবে সুয়ারেজের গোলমুখী দারুণ শট রুখে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আটি জিগি। তবে সেই বলটিকেই হেড দিয়ে গোলে জড়ান আরেসকেটা। ১-০ গোলে এগিয়ে উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন আবার রঙিন হতে শুরু করে।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবারও উরুগুয়ের স্ট্রাইকার জর্জিয়ান ডি আরেসকেটা। এবারও গোলে সহায়তা করেছেন সুয়ারেজ। গোলের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল সেটিই লুফে নিলেন আরেসকেটা। দলের ও নিজের ব্যাক টু ব্যাক গোল করে দলকে করলেন চাঙ্গা। সঙ্গে বিশ্বকাপে টিকে থাকার লড়াইকে করলেন উজ্জীবিত। এরপরে আর কোনো গোল না আসেনি। তাতে ২-০ গোল নিয়ে বিরতিতে যায় দুদল।