প্রথম ওয়ানডেতে খেলার ব্যাপারে আশাবাদী তামিম
একদিন বাদেই ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু সিরিজ শুরুর আগে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে। হ্যামস্ট্রিং চোট থাকায় প্রথম ওয়ানডেতে তাঁকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তিনি। তবে আশার কথা হলো সিরিজের প্রথম ম্যাচ খেলতে আশাবাদী বাঁহাতি ওপেনার। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচে দেখা যেতে পারে ওয়ানডে অধিনায়ককে।
গত মঙ্গলবার দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে ছিলেন না তামিম। পরদিন অনুশীলনেও দেখা যায়নি অধিনায়ককে। আশার কথা হলো, আজ বৃহস্পতিবার ফের অনুশীলনে ফিরেছেন তিনি। সতর্ক থেকে সেরেছেন অনুশীলন। অনুশীলন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, প্রথম ম্যাচ থেকেই খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদমাধ্যমে তামিম বলেন, ‘(প্রথম ওয়ানডেতে) খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ ভালো অনুশীলন করেছি। কালও অনুশীলন করব। আমি আশাবাদী প্রথম ম্যাচে খেলার জন্য।’
এরপর নিজের সমস্যা নিয়ে তামিম বলেন, ‘আমার দুটি সমস্যা ছিল। শেষটা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংয়ের অবস্থা এখন ভালো। আজ প্রস্তুতিতে ছিলাম। আগামীকালও প্রস্তুতিতে থেকে সব ধরনের কাজ করব। খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ করেছি। কালও অনুশীলন করব। আমি আশাবাদী। প্রথম ম্যাচে খেলার জন্য।’
কিউইদের বিপক্ষে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে থাকবেন না তামিম। ব্যক্তিগত কারণে ওই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডে যাওয়ার আগেই নাকি এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তামিম। এ ব্যাপারে তিনি বলেন, ‘সফরে আসার আগে দলের নির্বাচক ও প্রধান কোচের সঙ্গে আমি কথা বলেছি। আমি আমার ব্যক্তিগত কিছু কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকতে পারব না। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে। আমি একটা কথা বলব যে, এতদিন ধরে আমি শুধুই ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলিনি। সব পরিকল্পনাই ছিল দুই সিরিজ নিয়ে। এমন না যে আমি ওয়ানডে অধিনায়ক তাই শুধু ওয়ানডে নিয়েই কথা বলব। দুটো নিয়ে নিয়েই কথা বলেছি।’