প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে স্বস্তি
শ্রীলঙ্কায় দুদিনের অনুশীলন শেষেই প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লাল ও সবুজ দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। আজ শনিবার প্রথম দিন ব্যাটিংয়ে মোটামুটি স্বস্তি ছিল বাংলাদেশ শিবিরে। টপ অর্ডারদের সবাই মোটামুটি রান পেয়েছেন।
কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটিতে আগে ব্যাট করেছে তামিম ইকবালের নেতৃত্বে থাকা লাল দল। প্রথম দিন শেষে ছয় উইকেটে ৩১৪ রান করে তামিম ইকবালের দল।
রান পেয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সোহানরা। ওপেনিংয়ে নেমে ৬৩ রানে থেমেছেন অধিনায়ক তামিম। আরেক ওপেনার সাইফ করেছেন ৫২ রান। শান্তের ব্যাট থেকে এসেছে ৫৩ রান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তামিমের দল তুলেছে ১০০ রান। চার বিরতির আগেও তামিমদের একটি উইকেটও ফেলতে পারেনি মুমিনুল হকের নেতৃত্বে থাকা সবুজ দল। তবে শেষ সেশনে বোলিংয়ে সাফল্য পেয়েছে সবুজ দল।
আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
লাল দল : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ।
সবুজ দল : সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল হাসান, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।