ফরাসি ওপেনে নতুন কেউ চ্যাম্পিয়ন হতে চলছেন
পারলেন না ইগা শিয়নটেক। আজ বুধবার কোয়ার্টার ফাইনালে গ্রিসের মারিয়া সাকারির কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিয়েছেন তিনি। ১৭তম বাছাই মারিয়া সাকারি ৬-৪, ৬-৪ গেমে শিয়নটেককে হারিয়ে শেষ চারে উঠে যান।
টানা দুবার ফরাসি ওপেন জেতার সুযোগ ছিল পোলান্ডের শিয়নটেকের। গতবারের চ্যাম্পিয়ন এই তারকা পারলেন না। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। তাই এবার ফরাসি ওপেনে নতুন কেউ চ্যাম্পিয়ন হতে চলছেন।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন সাকারি।
শেষ চারে চেক রিপাবলিকের বারবোরা ক্রেজচিকোভার মুখোমুখি হবেন সাকারি। শেষ আটে যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফকে ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারান ২৫ বছর বয়সী ক্রেজচিকোভা।
এবারেরে চার সেমি-ফাইনালিস্টই প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠেছেন। বৃহস্পতিবার শেষ চারের আরেক ম্যাচে স্লোভেনিয়ার তামারা জিদানসেকের বিপক্ষে লড়বেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা।
ম্যাচ জিতে উচ্ছ্বসিত সাকারি বলেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে। সেমিফাইনালে কী পরিকল্পনা নিয়ে নামব তা এখনই বলছি না। আজ শুধু নিজেকে উপভোগ করেছি কোর্টে। জিতব, এই ভাবনা মাথায় ছিল না।’