ফর্মে ফেরার লড়াই চলছে মুমিনুলের
ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুমিনুল হকের। শেষ ১৫ ইনিংসে ৫০ এর উপরে রান করেছেন মাত্র একবার। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টেও হাসেনি অধিনায়কের ব্যাট। বাজে ফর্মের সঙ্গে যোগ হয়েছে অধিনায়কত্বের চাপ। সবমিলে খুব খারাপ সময় পার করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
এই অবস্থা থেকে ফর্মে ফিরতে লড়াই চলছে মুমিনুলের। ফর্মে ফেরার তাগিদে গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হলেন অধিনায়ক।
টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিনের মাথায় আজ সোমবারই অনুশীলনে নেমে পড়েছেন মুমিনুল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ফর্মে ফেরাই তাঁর লক্ষ্য।
মুমিনুলকে অনুশীলনে সময় দেওয়ার পর সংবাদমাধ্যমে নাজমুল আবেদিন বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মৌলিক বিষয় থেকেই সরে যায়। বেসিক নিয়েই একটু কাজ করেছি।’
নাজমুল আবেদিন মনে করেন, আরেকটু অনুশীলন করলে মুমিনুলের জন্য ভালোই হবে, ‘আমার মনে হয়, একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। এটা নিয়ে কাজ করেছি। আগের চেয়ে দেখতে ভালো লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’
মুমিনুলের খারাপ অধিনায়কত্ব নিয়ে নাজমুল আবেদিন বলেন, ‘সে রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপে আছে, এমন কথা উঠবেই। সেটার প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই।’