ফিঞ্চের সফল অস্ত্রোপচার, বিশ্বকাপের আগে ফেরার আশা
ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি বাংলাদেশ সফরে আসার কথা ছিল অ্যারন ফিঞ্চের। চোটের কারণে সেটা আর হয়নি। নিয়মিত অধিনায়ককে ফিরতে হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায়। দেশে ফিরে কোয়ারেন্টিন শেষে যেতে হয় ছুরিকাঁচির নিচে। বৃহস্পতিবার অসি অধিনায়কের সফল অস্ত্রপচার হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়ক দলে ফিরবেন বলে আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আজ শুক্রবার ফিঞ্চের অস্ত্রোপচার নিয়ে জানিয়েছে সিএ। একই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, ফিঞ্চের সেরে উঠতে ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগতে পারে।
বিবৃতিতে বলা হয়, ‘তার (ফিঞ্চ) সেরে উঠতে ৮-১০ সপ্তাহ সময় লাগবে। এর মানে অক্টোবরের মাঝামাঝি শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে।’
গত মাসে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়েন ফিঞ্চ। হাঁটুতে চোট পান তিনি। তখন দ্রুত তাকে দেশে নিয়ে যাওয়া হয়। দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় তাঁকে। মেলবোর্নের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তিনি। কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয় ফিঞ্চকে।
ফিঞ্চকে ছাড়া বাংলাদেশ সফর ভালো যায়নি অস্ট্রেলিয়ার। ফিঞ্চবিহীন অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।