ফিরেছেন সাকিব, হাসানের অভিষেক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে জায়গা মিলেছিল নতুন তিনজনের। তবে তাঁদের মধ্যে ভাগ্য খুলেছে কেবল তরুণ পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের ১৩৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক ক্যাপ পরেছেন হাসান। তাঁকে অভিষেক ক্যাপ পরিয়েছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করা তামিম ইকবাল।
এ ছাড়া এই সিরিজ দিয়েই নিষেদ্ধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের।
অন্যদিকে করোনাভাইরাস শঙ্কায় নিয়মিত খেলোয়াড়রা না আসায় ক্যারিবিয়ানদের দলে জায়গা পেয়েছেন অনেক নতুন ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে ছয়জনের। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে ৯টি পরিবর্তন। সেই ম্যাচে খেলা জোসেফ ও আমব্রিসই আছেন আজকের ম্যাচে।
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। গত বছর ১১ মার্চের পর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি লাল-সবুজদের। মাঝের এই সময়টা ক্রিকেটারদের মাঠের বাইরে রেখেছে করোনাভাইরাস। গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার কথা থাকলেও সেটিতেও বাধ সাধে করোনা। অবশেষে শেষ হলো বাংলাদেশের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে অপেক্ষার ইতি টেনেছে স্বাগতিকেরা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রিফার।