ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ বাংলাদেশ অধিনায়কের
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সব বিভাগেই দারুণ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দেখা গেল তার উল্টো চিত্র। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ স্বাগতিকরা। বিশেষ করে বাংলাদেশকে ভোগায় ফিল্ডিং। পুরো ম্যাচেই ক্যাচ মিসের মহড়া দেখান বাংলাদেশের ফিল্ডাররা। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহর মুখেও শোনা গেল ফিল্ডিং আক্ষেপের কথা। ফিল্ডিংয়ে আরও উন্নতি করার তাগিদ দিলেন বাংলাদেশ অধিনায়ক।
আজ শনিবার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে ১-১ ব্যবধানের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। ম্যাচটিতে ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশকে ভুগিয়েছে ক্যাচ মিস। পুরো ম্যাচ তিনটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ। যা মূলত ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে এই ক্যাচ মিস নিয়ে হতাশার কথা শোনালেন অধিনায়ক।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের ফিল্ডিং নিয়ে আরও কাজ করা উচিত। এই বিভাগের দুর্বলতা বের করা ও আরও কাজ করা উচিত। এটা আমাদের সমস্যা করছে। আমাদের ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। আমার মনে হয়েছে সামনে আরও টি-টোয়েন্টি ম্যাচ আছে। আশা করি আমরা আরও শক্তভাবে ফিরে আসব।’
একই সঙ্গে ব্যাটিং ব্যর্থতা নিয়েও অধিনায়ক বলেন, ‘ব্যাটিং করার জন্য এটা খুব ভালো উইকেট ছিল। কিন্তু আমাদের কোনো জুটি হয়নি। এটা খুব হতাশার। ১৪০ না হলেও ১৩০ নেওয়া যেত। কিন্তু কোনো জুটি সেভাবে দাঁড়ায়নি। আমি ও মুশফিক চেষ্টা করেছি একটা জুটি গড়ার, তবে হয়নি। দুজনের আরও রান করার দরকার ছিল।’