ফুটবল ছড়াচ্ছে উন্মাদনা
মাঠের ফুটবল এখন গড়িয়েছে হাটে-বাজারে, চায়ের আড্ডায়, বাড়ির দেওয়ালে কিংবা ছাদে। যতই ঘনিয়ে আসছে বিশ্বকাপের সময়, ততই উন্মাদনার পারদ উঠছে শীর্ষে। পাল্লা দিয়ে দেশজুড়ে চলছে ফুটবল উৎসব। যতটুকু পারা যায়, প্রিয় দলের হয়ে প্রচারণা করছেন ভক্তরা। মাঠের খেলার আগে হার মানতে রাজি নন তারা।
আর মাত্র একদিন পার হলেই উন্মোচিত হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। কাতারে শুরুর আগেই শুরু হয়ে গেছে বাংলাদেশি ভক্তদের প্রতিযোগিতা। কেউ আর্জেন্টিনার হয়ে ৩৬ বছরের দুঃখ নিরসন করছেন, কেউ ব্রাজিলকে ষষ্ঠবারের মতো জেতাচ্ছেন বিশ্বকাপ। অবশ্য মাঠের খেলার পরেই আসল অবস্থা যাবে জানা, সে পর্যন্ত ভক্তদের কেউ করছে না মানা।
আজ শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে এক হাজার ৬০ ফুটের পতাকা নিয়ে মিছিল করেছেন আর্জেন্টাইন ভক্তরা। তরুণ, বৃদ্ধ, শিশুসহ তিন শতাধিক লিওনেল মেসির সমর্থক ও ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে অংশ নিয়েছেন মিছিলে। বাদ্যযন্ত্রের তালে তালে সমর্থকেরা মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে। পাঁচ ফুট প্রস্থ ও এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্য পতাকাটি তৈরির উদ্যোক্তা মাসুদুর রহমান।
মানিকগঞ্জের হরিরামপুরে কালোই গ্রামে আর্জেন্টিনার পতাকার আদলে নীল-সাদা রঙে মোড়ানো হয়েছে এক বাড়ি। বিশ্বকাপকে সামনে রেখে রুবায়েত রাসেল নামের এক আর্জেন্টাইন ভক্ত এভাবেই দেখিয়েছেন সমর্থনের বহিঃপ্রকাশ।
এদিকে, পতাকা নিয়ে তুমুল প্রতিযোগিতা দেখা গেছে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া নামের এক প্রত্যন্ত গ্রামে। গত ৬ নভেম্বর ওই এলাকায় ১২০ ফুট লম্বা পতাকা টাঙান আর্জেন্টিনার ভক্তরা। পাল্টা জবাব দিয়ে ব্রাজিল ভক্তরা টাঙান ২৭০ ফুট লম্বা পতাকা। এতে শীতের আমেজে তৈরি হয়েছে ফুটবলের গরম আবহাওয়া।
রাজধানী ঢাকাতেও উন্মাদনার কোনো ঘাটতি নেই। বিভিন্ন দেশের জার্সি, পতাকা, ব্রেসলেটসহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতার চাপে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। রাজধানীর নিউ মার্কেট, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় চলছে কেনাবেচা হরদম।
আগামী রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। পরে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার।