ফের বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা
ভোটের মাধ্যমে সভাপতি পেয়ে গেল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দ্বিতীয়বারের মতো কাতালান ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। ভিক্টর ফন্ত ও তনি ফ্রেইসারকে হারিয়ে সভাপতির দায়িত্ব পেলেন লাপোর্তা।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ভোটের মাধ্যমে রোববার নতুন বোর্ড প্রধান পেয়েছেন বার্সা। মোট ভোটের অর্ধেকের বেশি পেয়েছেন লাপোর্তা। ভোট দিতে এসেছেন লিওনেল মেসি, সার্জিও বুসকেটসসহ অন্যান্য খেলোয়াড়েরাও।
নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৫ হাজার ৬১১টি। এর মধ্যে লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি ভোট। মোট ভোটের ৫৪.২৮ শতাংশ পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট।
এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করেছেন লাপোর্তা। এবার ভোটের লড়াইয়ের আগেই জানিয়েছিলেন, দায়িত্ব এলে মেসিকে ক্লাবে রাখার আশা দেখিয়েছেন তিনি।
নির্বাচনে জয় লাভ করেও শোনালেন সেই বার্তা। গোল ডটকম জানায় এক সংবাদ সম্মেলনে লাপোর্তা বলেন, ‘এখানে মেসিকে ভোট দিতে আসতে দেখে ভালো লেগেছে। ২০ বছর আগে ক্লাবটির যুব দলে অভিষেক হয়েছে তাঁর। আজ ভোট দিতে আসায় তাঁর একটা জিনিস আজ স্পষ্ট হলাম যে, সে বার্সেলোনাকে ভালোবাসে।’
নতুন সভাপতি আরো যোগ করেন, ‘বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় বার্সাকে ভালোবাসে। আমি আশা করি সে (মেসি) বার্সেলোনাতেই থাকবে।’