ফ্রেঞ্চ ওপেন থেকে সেরেনার বিদায়
ফ্রেঞ্চ ওপেনে আরও একটি অঘটন ঘটেছে। চতুর্থ রাউন্ডে ওঠার পরও হাঁটুর চোটের কারণে আগেরদিনই সরে দাঁড়িয়েছেন রজার ফেদেরার। আর নারীদের এককে হেরে বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস।
ফ্রেঞ্চ ওপেনের সপ্তম বাছাই সেরেনার স্বপ্নকে গুড়িয়ে দিলেন কাজাখিস্তানের রাশিয়ান বংশোদ্ভূত টেনিস তারকা এলেনা রাবাকিনার। এলেনা এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছলেন। ম্যাচে সেরেনা হেরেছেন ৬-৩, ৭-৫ সেটে।
২০১৫ সালে শেষবার ফরাসি ওপেন জিতেছিলেন সেরেনা। ২০১৮ সালের পর ফের একবার তিনি বিদায় নিলেন প্রি- কোয়ার্টার ফাইনাল থেকে। তিনবারের ফরাসি ওপেন জয়ী সেরেনা ২০১৯ ও ২০২০ সালে যথাক্রমে এই টুর্নামেন্টের তৃতীয় ও দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।
আর চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন সুইস তারকা রজার ফেদেরার। হয়তো ৩৯ বছরের ফেদেরারের এটাই শেষ ফ্রেঞ্চ ওপেন। নিজের ফর্ম নিয়ে নিজেই চিন্তিত। সে সঙ্গে চোটের সমস্যাও তাঁকে ভোগাচ্ছে, সেটা পরিষ্কার করে জানিয়েছেন। তাই ভবিষ্যতে খেলা কতটুকু চালিয়ে যেতে পারবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
গার্ডিয়ানের খবরে জানা গেছে, গত শনিবার জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন ফেদেরার। অনেক লড়াইয়ের পর ফেদেরার জিতেছেন।
২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরারের গত বছর দুবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল।